সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
ঈদগাঁও প্রতিনিধি
ঈদগাঁওয়ে চিংড়ি ঘের থেকে রফিক (৫০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাঁন ঘোনা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রফিক (৫০) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফাক্রিকাটা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর ইউনিয়নের সাবেক মেম্বর মৃত ছৈয়দ নূরের গরুর খামারে ৮ বছর যাবৎ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ছৈয়দ নূর মেম্বরের ছেলে রাশেদ বলেন, প্রতিদিনকার মতো দুপুরের খাবার খেতে শনিবার বাড়িতে যাননি রফিক। এরপর অনেক রাত হলেও গরুর খামারে লাইট জ্বালানো না হলে তারা খোঁজ নিতে আসেন। তখন খামার সংলগ্ন চিংড়ি ঘেরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ভয়েস/জেইউ।