শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে মাছ ধরার ৬টি ট্রলার গুলি চালিয়েছে মিয়ানমারের নৌ-বাহিনী। আজ বিকাল ৩টার দিকে এ গুলি বর্ষনের ঘটনা ঘটে। এঘটনায় ওসমান নামের এক জেলে নিহত হয়েছে। নিহত জেলে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ এলাকার কোনারপাড়া গ্রামের বাঁচা মিয়ার ছেলে।
ট্রলারের মালিক সাইফুল জানান, সাগরে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলিবর্ষণ করেন। যেখানে তার মালিকানাধীন ট্রলারে গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে একজন মারা যান।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানিয়েছেন, টেকনাফ সেন্টমার্টিন ও মিয়ানমার মধ্যবর্তী জলসীমানায় বাংলাদেশী ৬টি ট্রলারে গুলি চালায় মিয়ানমার নৌ-বাহিনী। ৬টি ট্রলারে ৫০-৬০ জন জেলে ছিল। এতে গুলিবিদ্ধ হয়ে এক জেলে নিহত হয়েছে। পরবর্তীতে কোষ্টগার্ড সদস্যদের ১টি ট্রলার ও গুলিতে নিহত এক জেলে সহ ১১জনকে ফেরত দিলেও আরও ৫টি ট্রলার ও জেলেদের ফেরত দেয়নি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে বিজিবি ২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরের মিয়ানমারের সীমান্তে সে দেশের নৌবাহিনীর গুলিতে একজন নিহত এবং আরও দুজন আহতের খবর পেয়েছি। এ ঘটনায় বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’
ভয়েস/আআ