শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুইজন সেনা সদস্যকে কোমলপানীয় বোতলে মদপান করানোর চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার মধ্যরাতে কক্সবাজারে লালদীঘির পাড় কেন্দ্রীয় পূজা মন্ডপে এ ঘটনা ঘটে।
দায়িত্বশীল সুত্র বলছে, রাতে শহরের লালদীঘি পাড়স্থ হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় পূজামণ্ডপে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলদলের দুইজন সদস্যকে স্থানীয় গোলদীঘির পাড়ের বাসিন্দা বিজয় ধর (২১) ও ছোটন ধর (২৩) কৌসলে একটি কোম্পানির কোমলপানীয় বোতলে মদ্যপান করানোর চেষ্টা করে। পরক্ষণে সেনা সদস্যরা বিষয়টি বুঝতে পেরে পুজা মন্ডবের কমিটিদের অবগত করে। পরবর্তীতে তাদের এক বোতল মদসহ আটক করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এঘটনায় সেনা সদস্যদের মদ্য পান করিয়ে পুজা মন্ডবে নাশকতার পরিকল্পনা করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভয়েস/আআ