রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চকরিয়ায় মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী-শিশুসহ নিহত-৫ ১০৭ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি গণভোট জাতীয় নির্বাচনের আগে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট দাবিতে ইসির সামনে জামায়াতসহ ৮ দল সাগর পথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার টেকনাফে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করল সরকার সোনাদিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের ঘটনায় মামলা দায়ের কোনো কারণে জাতীয় নির্বাচন ‘সঠিক সময়ে না হলেও’ আগে গণভোট চায় জামায়াত

গল্প-গুজবের সাংবাদিকতা

ভয়েস নিউজ ডেস্ক:

আগেও কথা হয়েছে৷ কিন্তু মেজর(অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার পর ‘গল্প-গুজবের’ সাংবাদিকতা আলোচনায়৷ আর গল্প দোষে দুষ্ট এই সব প্রতিবেদন পাঠকদের কেউ কেউ পড়ে বেশ মজাও পাচ্ছেন৷ শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

করোনার শুরুতে এই বাংলাদেশই আমরা অনেক গুজব দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ তার দুই-একটি কোনো কোনো সংবাদমাধ্যমে খবর হিসেবেও উঠে এসছে৷ আর পদ্মা সেতুতে ‘শিশুদের মাথা ও রক্ত লাগবে’- এই গুজবে গত বছরের জুন মাস থেকে পরবর্তী তিন মাসে বাংলাদেশে ছেলে ধরা আতঙ্কে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন৷ কয়েক দশক আগে ১৯৮৭ সালে ‘ঢোল কলমির’ গুজব যখন ছড়ায় তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না৷ তখন মূল ধারার সংবাদ মাধ্যমের হাত ধরেই এই গুজব ছড়িয়েছিলো৷ ওই গুজবের ডালপালাও বেশ ছড়িয়েছিল৷ প্রথম গুজব ছিলো ওই গাছের পাতা গায়ে লাগলে মানুষ মারা যায়৷ তার পরে বলা হলো ওই গাছে যে পোকা বসে তা গায়ে লাগলে বা কামড় দিলে মানুষ মারা যায়৷ পরে দেখা গেল পুরোটাই গুজব৷

কোনো একটি ঘটনা ঘটলে বাতাসে অনেক ধরনের কান কথা থাকে৷ থাকে নানা ধরনের সত্য-অসত্য তথ্য৷ কখনো আবার সত্যের সাথে রঙ চড়িয়ে বাজারে অনেক তথ্য ছাড়া হয়৷ আর সাংবাদিকতা যদি তার ভিত্তিতে হয় তাহলে সেটা গল্প হতে পারে সংবাদ নয়৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘‘সংবাদে কখনো সত্য আর অসত্যের মিশ্রণ থাকতে পারেনা৷ সংবাদ শতভাগ তথ্য ভিত্তিক৷ শত ভাগ সত্য৷’’ তার মতে, ‘‘নিউজ কখনো ফেক নিউজ হতে পারে না৷ ফেক তো ফেক৷ সেটা আবার নিউজ হয় কিভাবে!’’

ডেভেলপিং স্টোরির ক্ষেত্রে এই গল্প-গুজবের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়৷ বিশেষ করে ঘটনাটি যদি আলোচিত হয়৷ যেমন হয়েছে মেজর সিনহা হত্যার ঘটনায়৷ কোনো কোনো সংবাদমাধ্যম এমন ধরনের সংবাদ এরইমধ্যে প্রকাশ করেছে যাতে তারা হত্যা রহস্য উদঘাটন করে ফেলেছেন৷ জড়িতদের সবাইকে চিহ্নিতও করে ফেলেছেন৷ সিনহার সাথে থাকা সিফাত এখনো সংবাদমাধ্যমের সাথে কথা না বললেও তার মুখ দিয়েই হত্যার বিবরণও প্রকাশ করেছে আরেকটি পত্রিকা৷ তাতে কোনো সোর্স নেই৷ সিফাত কার সাথে কথা বলেছেন? তদন্তকারীদের সাথে না ওই প্রতিবেদকের সাথে তাও বলা হয়নি৷ মনে হচ্ছে সংবাদ নয়, গল্প লেখার প্রতিযোগিতায় কেউ কেউ পিছিয়ে থাকতে চান না৷ সিনিয়র সাংবাদিক এবং টিভি টুডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘‘এখন আমরা দেখছি প্রভাবশালী গণমাধ্যমের দুর্বল সাংবাদিকতা৷ কোনো সাংবাদিক যা লিখেন তা তাকে প্রমাণ করতে হয়৷ প্রমাণ করতে না পারলে সাময়িক বাহবা হয়তো পাওয়া যাবে৷ কিন্তু শেষ পর্যন্ত গ্রহণযোগ্যতা থাকবে না৷’’ সূত্র:ডয়েচে ভেলে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION