বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে ৪দিন ধরে নিখোঁজ পাঁচ জেলে, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। চার দিন পার হলেও এখনও তারা ফেরেননি। স্বজনেরা রয়েছেন চরম উদ্বেগ ও উৎকণ্ঠায়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন— মো. ইলিয়াস (৪১), তার ছেলে আক্কল আলী (২০) ও আরেক ছেলে মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মো. সাইফুল ইসলাম (২৫)। তাদের বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায়।

নিখোঁজদের পরিবার জানায়, গত মঙ্গলবার (১২ আগস্ট) তারা নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন। এ সময় অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে তাদের ধরে নিয়ে যায়।

পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রশাসনকে বিষয়টি জানানোর পর কোস্টগার্ড ও বিজিবি উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, নাফ নদীর ওপারে মিয়ানমারের অংশ দেড় বছর ধরে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় জেলেদের প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে মাছ ধরতে হচ্ছে।

স্থানীয় জনগণ দ্রুত জেলেদের নিরাপদে ফিরিয়ে আনা, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION