বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসূচি থেকে আটক করা ২৮ জনকে বুধবার (২০ আগস্ট) দুপুরে ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার সকালে উখিয়া উপজেলা সদর স্টেশনের ফলিয়া পাড়া মোড়ে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছাত্র প্রতিনিধিসহ ২৮ জনকে আটক করা হয়। লাঠিচার্জে অন্তত আট শিক্ষক আহত হন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, আটককৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার নেতা জিনিয়া শারমিন রিয়া, নওশাদ ও তারেকও ছিলেন।
ছাড়া পেয়ে জিনিয়া শারমিন রিয়া সাংবাদিকদের বলেন, “আমরা অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিলাম। কিন্তু, আমাদেরকে মারধর করে থানায় আটকে রেখেছিল পুলিশ। পরে চিকিৎসার খরচ বহনের আশ্বাসসহ আলাপ-আলোচনা করে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের ওপর পুলিশের লাঠিচার্জের বিচার চাই।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার সদস্য সচিব সাগর উল ইসলাম বলেছেন, “আটক করার পর ৭ ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল। পরে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ।”
এ বিষয়ে জানতে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইনকে মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
এর আগে সোমবার (১৮ আগস্ট) চাকরিচ্যুত শিক্ষকরা একই দাবিতে সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা উখিয়ার কোর্টবাজার এলাকায় সড়ক অবরোধ করেছিলেন। এতে কক্সবাজার-টেকনাফ সড়কে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে এবং প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গত ৩ জুন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে (আরআরআরসি) লেখা এক চিঠিতে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালিত সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন। এর আগেই ১ হাজার ২৫০ শিক্ষক চাকরিচ্যুত হন।
ভয়েস/আআ