মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হামাস সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে মহেশখালীতে লবণের ন্যায্য মুল্য ও চোরাইপথে লবণ আমদানি বন্ধের দাবীতে লবণ চাষী সমাবেশ “রামুতে হত্যাচেষ্টা মামলার আসামীর সঙ্গে পুলিশের গভীর সখ্যতা” টেকনাফে বিদেশে পাঠানোর প্রলোভনে অপহরণ, র‌্যাবের হাতে গ্রেফতার ৩  নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা: সিইসি কাকরাইলে জাপার সমাবেশ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া, সমাবেশ পণ্ড জেলায় ২৭৪ জন নার্সের যোগদান, আশা বাড়বে সেবার মান জুলাই সনদ ‍বাস্তবায়ন: সমাধানের উপায় খুঁজছে, এখনো নিরুপায় কমিশন হামাস চায়, গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার

“রামুতে হত্যাচেষ্টা মামলার আসামীর সঙ্গে পুলিশের গভীর সখ্যতা”

ভয়েস প্রতিবেদক:

রামুতে প্রাণে হত্যার উদ্দেশ্যে চাচাতো ভাতিজা এবং ভাইকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় মামলা দায়েরের দীর্ঘ সাড়ে ৩ মাসেরও বেশী সময় অতিবাহিত হলেও এখনও প্রধান আসামী খোকন বড়ুয়াকে আটক করা হয়নি। বরং পরোয়ানাভুক্ত আসামীর কাছ থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণের বিনিময়ে কাউন্টার মামলায় ভিকটিমদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১১ অক্টোবর) ভুক্তভোগী জিটু বড়ুয়া এর প্রতিকার চেয়ে কক্সবাজার পুলিশ সুপারের কাছে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুুক্তভোগী জিটু বড়ুয়া কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল গ্রামের বাসিন্দা। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৪ জুন খোকন বড়ুয়ার নেতৃত্বে আরও সন্ত্রাসী ভাড়াটে লোকজন তাকে এবং তার বাবাকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার ২ দিন পর তিনি রামু থানায় খোকন বড়ুয়াসহ আরও ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার ২ও৩নম্বর আসামী জামিনলাভ করলেও এখনও পলাতক রয়েছে প্রধান আসামী খোকন বড়ুয়া। খোকন বড়ুয়া হামলার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ৫ লাখ টাকা চাঁদাবাজীর অভিযোগ এনে তাদের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। এই দুই মামলার তদন্তকারী অফিসার নিযুক্ত হন রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন।

জিটু বড়ুয়া অভিযোগ করেন, ওই চাঁদাবাজীর মামলায় প্রতিবেদন দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ দাবী করেন রামু থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন। তিনি ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারনে তার দায়েরকৃত জিআর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পূর্বেই তড়িঘড়ি করে সিআর মামলায় বিজ্ঞ আদালতে মিথ্যা তদন্ত প্রতিবেদন দেন এসআই মোঃ কামাল হোসেন। এতে তিনি ৫ লাখ টাকা চাঁদা দাবীর বিষয়টিও উল্লেখ করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান তিনি।

জিটু বড়ুয়ার বাবা শিবু বড়ুয়া অভিযোগ করেন, খোকন বড়ুয়া তাদের দায়েরকৃত মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামী হওয়ার পরও তাকে আটক না করে উপ-পরিদর্শক কামাল হোসেন তার কাছ থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণের মাধ্যমে উল্টো তাদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দিয়েছেন। এতে তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।

চাঁদাবাজীর এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গত ১১ জুলাই রামু থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে হাজারীকুল, সিপাহীর পাড়া এবং নাথপাড়াবাসী। জিটু বড়ুয়ার প্রতিবেশীরা জানিয়েছে, বাড়ি ভিটার জমির বিরোধকে কেন্দ্র করে ঘটনার দিন খোকন বড়ুয়ার নেতৃত্বে জিটু বড়ুয়া এবং তার বাবার উপর হামলার ঘটনা ঘটে। ঘটনার আগে কিংবা পরে কোন চাঁদা দাবীর ঘটনা ঘটেনি। চাঁদা দাবীর বিষয়টি সম্পূর্ণ সাজানো নাটক।

অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন এই প্রসঙ্গে বলেন, তিনি খোকন বড়ুয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ঘটনার স্ববিস্তারে জেনেছেন। কিন্তু কেন তাকে আটক করা হয়নি প্রশ্ন করা হলে তিনি জিআর মামলায় খোকন বড়ুয়ার বিরুদ্ধে পরোয়ানা থাকার বিষয়টি আগে থেকে জানতেন না বলে এড়িয়ে যান। তবে ঘুষ দাবীর বিষয়টি অস্বীকার করে দুটি মামলার তদন্ত প্রতিবেদনই বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রামু থানার অফিসার ইনচার্জ আরিফ হোসাইন। তবে এই প্রসঙ্গে রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, বিষয়টি আসলেই দুঃখজনক। উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন এভাবে তদন্ত প্রতিবেদন না দিলেও পারতেন।

কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীন বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমার পক্ষ থেকে ন্যায় বিচার নিশ্চিত করা হবে।

এদিকে, এর আগে জিটু বড়ুয়া ও তার বাবার উপর হামলায় ঘটনার দায়েরকৃত মামলার তদন্তভার পান রামু থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) চিরঞ্জিব বড়ুয়া। অন্য একটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বাদীর কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ দাবীর একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে রামু থানা থেকে প্রত্যাহার করে নেয় জেলা পুলিশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION