সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পুলিশের ওসির করোনাভাইরাস শনাক্ত

ভয়েস নিউজ ডেস্ক: 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১ মে) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেন।

তিনি বলেন, সন্ধ্যার দিকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) থেকে এ তথ্য দেওয়া হয়েছে। ৩০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল করোনাভাইরাস পরীক্ষার জন্য। তাকে বর্তমানে কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া তার কাছাকাছি যারা গিয়েছেন তাদের সবার নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হবে। তিনি মুন্সীগঞ্জ সদর থানার যেই কক্ষে অফিস করেন সেখানে বাড়তি সুরক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। কীভাবে সংক্রমণ হয়েছে তা জানা যায়নি এখনো। জেলার সকল থানা ও পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।

মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে ঢাকায় নিপসম ‘পাঠানো হয়েছিল এই পুলিশ কর্মকর্তার। এরপর সন্ধ্যার দিকে সেখান থেকে তাকেই সরাসরি জানানো হয় তার করোনা পজিটিভ এসেছে। সাবধানে থাকার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এখনো অফিসিয়ালি রিপোর্ট আসেনি। আগামীকাল নমুনার রিপোর্ট আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার মনির হোসেন (৪১), গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক, মুন্সীগঞ্জের স্যানেটারী ইন্সপেক্টর, স্বাস্থ্যকর্মী, বিদ্যুতকর্মীসহ শুক্রবার নতুন ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে করোনা শনাক্ত হলো ১০৯ জনের।

তবে, আইইডিসিআর এর তথ্য অনুসারে জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১১২ জন। সূত্র:ঢাকা ট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION