সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রামুর তিশা অপহরণ ঘটনায় গ্রেফতার সানির দুই দিনের রিমান্ড

ভয়েেস প্রতিবেদক:
রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উখিয়ারঘোনা থেকে সাফরিনা নুর তিশা (১৪) নামক মাদরাসা ছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার আদনান খন্দকার সানির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ (রামু) এ ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা রামু থানার মোঃ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন।

শুনানি শেষে বিচারক দেলোয়ার হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ভিকটিম তিশার মামা নাসির উদ্দিন বাদি হয়ে রামু থানায় মামলা করেন। যার নং- ৩৪/৩৪৪।

আদনান খন্দকার সানি মামলাটির দুই নম্বর আসামি এবং ঢাকার খিলক্ষেতের ৮ নং ওয়ার্ডের ডুমনী এলাকার বাসিন্দা মোঃ শহিদুল্লাহর ছেলে।

গত ২৪ খিলক্ষেত থানা পুলিশের সহায়তায় সানিকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে সে কক্সবাজার জেলা কারাগারে বন্দি।

গত ১৭ আগস্ট বেলা ১ টার দিকে গ্রামের বাড়ি থেকে অপহৃত হন সাফরিনা নুর তিশা।

সে ঢাকা বড় বাড়ি মহিলা মাদরাসা কুদুরি জামাতের (৯ ম শ্রেণি) ছাত্রী এবং কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উখিয়ারঘোনার লামার পাড়ার মোঃ রফিকের মেয়ে।

এ বিষয়ে ১৭ আগস্ট রামু থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন মা রুজিনা আক্তার। যার নং-৭০৯।

মাদরাসা ছাত্রী সাফরিনা নুর তিশা উদ্ধারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন মা রোজিনা।

ভয়েস/ আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION