রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনফে জোরপূর্বক জমি দখল ও হামলার অভিযোগ

আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফের হ্নীলায় পিতার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমির মালিকদের পৈত্রিক সম্পত্তি জবর দখলের জন্য হামলা ও নানাবিধ হয়রানির অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। এই ভূমিদস্যু দেশের প্রচলিত আইনের তোয়াক্কা না করেই অসহায় এতিম পরিবারের জমি জোরপূর্বক জবর-দখলের পায়তারা চালাচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, টেকনাফ হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালীর মৃত আব্দুস সোবহানের ছেলে ছমি উদ্দিনের ৪.৯৯৬৩ একর সম্পত্তি ছিল। ছমি উদ্দিনের মৃত্যুর পর তৎওয়ারিশ গণ এক স্ত্রী ০.৬২৪৫ একর, পাঁচ ছেলেদের মধ্যে জনপ্রতি ০.৬২৪৫একর এবং চার মেয়েদের প্রত্যেকে ০.৩১২২একর জমি ওয়ারিশ সূত্রে জমি প্রাপ্ত হয়। ছমি উদ্দিনের ছেলে মাষ্টার সোলাইমান ১৯৯৮ সালে মৃত্যু বরণ করলে সোলাইমানের স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা বন্টনমূলে ওয়ারিশ সূত্রে সম্পত্তি এবং ক্রয়কৃত ০.৪৮০০ একর জমিসহ ১.১০৪৫ একর জমি দীর্ঘ ২৫/৩০ বছরেরও বেশি সময় ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। নিয়মিত ভূমিকরও পরিশোধ করছেন।

সোমবার সকালের দিকে পিতার ওয়ারিশ সুত্রে প্রাপ্ত জমি ছেলে শহীদুল ইসলাম গং দক্ষিণ হ্নীলা মৌজার জেএলনং-৫ এর অধীনে বি.এস খতিয়ান নং-৪৩১ এর বিএস দাগ নং-২৮৬৪ তৎপ্রমাণে দিয়ারা খতিয়ান নং-২১২ এর দাগ নং-৪১৩০ এর আন্দরে ২২শতক জমি প্রতিবেশী মাঈুদ্দিনকে লাগিয়ত বাবদ জমি চাষাবাদ করার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য ঘটনাস্থলে যায়। মৃত ছমি উদ্দিনের অপর ছেলে জাফর আলম গংদের নেতৃত্বে ৬/৭ জন অস্ত্রধারীরা জমির মালিকদের জমিতে না নামার জন্য বাধা দেয় এবং আপন চাচার নেতৃত্বে দিনদুপুরে প্রকাশ্যে লম্বা দা-কিরিচ দিয়ে হামলা চালিয়ে শহিদুল ইসলামসহ ৩জনকে আহত করেন। আহতদের উদ্ধার করে প্রথমে হ্নীলা উপ-স্থাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসাধী দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।

এতে গত ১৩ এপ্রিল জমি দখল ও হামলার ঘটনায় সোলামাইনের স্ত্রী শামশুন নাহার বাদী হয়ে থানায় একটি অভিযোগ অভিযোগ দায়ের করা হলে সহকারী উপ-পরিদর্শক অহিদ উল্লাহর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্ব-স্ব অবস্থানে উভয়পক্ষকে চাষাবাদ করার জন্য বলেন এবং কোন ধরনের আইন- শৃংখলা অবনতি না করার জন্য নির্দেশ দেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যানকে উক্ত বিষয়ে অভিযোগ দায়ের করলে পরিষদ শান্তি-শৃংখলার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উভয়পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার পরামর্শ দেন। সেই সুত্রধরে শহীদুল ইসলামের কৃষক চাষ করতে গেলে জাফর আলম গংরা ৩ দফায় স্বশস্ত্র হামলা চালায়।
এপ্রসঙ্গে শহীদুল ইসলাম গং শান্তি-শৃংখলার স্বার্থে পৈত্রিক ওয়ারিশ সম্পত্তির অধিকার ও ভোগ-দখল বজায় রাখতে এলাকার জনপ্রতিনিধি, সামাজিক ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহায়তা কামনা করেছেন।

এ ব্যাপারে টেকনাফ মডের থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বলেন,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শান্তি ভঙ্গ না করার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে। হুমকির বিষয়টি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION