রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার চাকবৈঠা থেকে এক রাতে দুটি মোটর বাইক চুরি হয়েছে। রবিবার রাতে উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের নিজ বাড়ি থেকে পৃথকভাবে বাইক দুটি চুরি হয়ে যায়।
চুরি হওয়া মোটর বাইকের মালিক গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোক্তার আহমদ জানান, ‘বাড়ির বারান্দায় মোটর বাইকটি রেখে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখা যায় মোটর বাইকটি নেই। সুজুকি মোটর বাইকটি নতুন ক্রয় করার পর রেজিষ্ট্রেশন প্রক্রিয়াধীন ছিল। একইভাবে রাতে উক্ত গ্রামের ১০০ গজ দূরত্বের মধ্যে মাহমুদুল হকের মালিকানাধীন ডিসকভার কোম্পানির আরও একটি মোটর বাইক চুরি হয়ে যায়। এ নিয়ে চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় উক্ত গ্রামের উদ্বেগ বেড়েছে। এক রাতে দুটি মোটর বাইক চুরির ঘটনায় উখিয়া থানায় পৃথক দুটি ডায়েরি করা হয়েছে।
ভয়েস/আআ