রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে ১৭ লাখ ৭৫ হাজার ইয়াবা ও নগদ এক কোটি ৭১ লাখ টাকা উদ্ধারের ঘটনায় দুটি মামলা রুজু হয়েছে। বুধবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় এ দুটি মামলা রুজু করা হয়।
কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী জানান, উক্ত ঘটনায় কক্সবাজার মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। উক্ত মামলা দুটিতে গ্রেপ্তারকৃত ৫ জনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এখনও কোন রিমান্ড চাওয়া হয়নি। তবে আগামীকাল রিমান্ড চাওয়া হতে পারে।
উল্লেখ্য, বুধবার দিনব্যাপী কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ও পৌরসভার নুনিয়ারছড়া থেকে পৃথক অভিযান চালিয়ে পুলিশ ১৭ লাখ ৭৫ হাজার ইয়াবা ও ১ কোটি ৭১ লাখ টাকাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
ভয়েস/আআ