শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের।
উক্ত আলোচনা সভায় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার সহ যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, ‘বিএফইউজে’র সদস্য এডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো: নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান সুমন, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, অর্থ সম্পাদক মোহাম্মদ জুনায়েদ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি নুপা আলম, এটিএন বাংলার মোয়াজ্জেম হোসেন সাকিল, ইন্ডিপেন্ডেন্ট টিভির তৌফিকুল ইসলাম লিপু, দ্যা এশিয়ান এজের চঞ্চল দাস গুপ্ত, সময় টিভির সুজা উদ্দীন রুবেল ও কক্সবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েস ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুল আজিজ সহ অনেকেই।
ভয়েস/আআ