শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

গুগল ডুয়োতে ৩২ জনের সঙ্গে কথা বলা যাবে

গুগল ডুয়ো

ভয়েস নিউজ ডেস্ক:

গুগলের ভিডিও চ‌্যাট মোবাইল অ‌্যাপ গুগল ডুয়ো গত মার্চে এক গ্রুপ কলে সর্বোচ্চ ১২ জনকে যুক্ত করার সুযোগ দিয়েছিল। এখন তা বাড়িয়ে ৩২ জন করার কথা জানানো হয়েছে।

করোনাভাইরাস লকডাউনে ভিডিও কনফারেন্সিং অ‌্যাপের ব‌্যবহার বেড়েছে। এ ধরনের টুল বাছাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ কতজনকে গ্রুপ কলে যুক্ত করা যায়, তা অনেকেই বিবেচনা করেন। এ কারণে ভিডিও কনফারেন্সিং অ‌্যাপ নির্মাতারা তাদের অ‌্যাপে সুবিধা বাড়াচ্ছেন। গুগলের ভিডিও চ‌্যাট মোবাইল অ‌্যাপ গুগল ডুয়ো গত মার্চে এক গ্রুপ কলে সর্বোচ্চ ১২ জনকে যুক্ত করার সুযোগ দিয়েছিল। এখন তা বাড়িয়ে ৩২ জন করার কথা জানানো হয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ‌্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ৩২ জনের ভিডিও কল সমর্থনের বিষয়টি গুগল তাদের নিশ্চিত করেছে। ইতিমধ‌্যে গুগলের পক্ষ থেকে নতুন ফিচার নিয়ে প্রচার চালানেো হচ্ছে।

গুগলের একটি ব্লগ পোস্ট প্রকাশের পরদিনই জানা গেল, শিগগিরই ডুয়ো ব্যবহারকারীরা ওয়েবে গ্রুপ কল করতে সক্ষম হবেন। এতে নতুন লেআউটে একই সময় আরও বেশি মানুষকে দেখার সুবিধা থাকবে।

ভিডিও কলিং অ‌্যাপে সুবিধা বাড়ানোর ক্ষেত্রে শুধু গুগল একাই কাজ করছে না।গত সপ্তাহে মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল, তাদের ‘টিমস’ টুলটিতে একসঙ্গে ২৫০ জনকে যুক্ত করার সুবিধা বাড়ানো হচ্ছে। বর্তমানে টিমে ১০০ জন যুক্ত হতে পারেন। জনপ্রিয় ভিডিও কনফারেন্স টুল জুমের বিনা মূল‌্যের সংস্করণে একসঙ্গে ১০০ জন যুক্ত হতে পারেন। সম্প্রতি হোয়াটসঅ‌্যাপের ভিডিও কলেও ব‌্যবহারকারী যুক্ত করার সংখ‌্যা দ্বিগুণ করা হয়েছে। এখন হোয়াটসঅ‌্যাপে ৮ জন যুক্ত হতে পারেন। সূত্র:প্রথম আলো অনলাইন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION