রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শহিদুল ইসলাম, উখিয়া:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্র্যাব পনের।
অপর দুই আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার মৃল্যে ৫০লাখ টাকা। আটককৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
আটককৃত হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ কাশেমের ছেলে মো:রেজোয়ান (২২)বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাকে আটক করেন।
র্র্যাবের পনের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
ভয়েস/আআ