EDITOR
- ১৮ এপ্রিল, ২০২১ /

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বকসী ভারতে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওইন্না ইলাহি রাজিউন)। রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে ইন্তেকাল করেছেন। তিনি স্বস্ত্রীক ভারতের চেন্নাইতে একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিলেন। সেখানেই মৃত্যু বরণ করেন তিনি।
ক্যান্সার আক্রান্ত তাঁর স্ত্রী লুৎফার চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিজেই করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে এক ছেলে এক মেয়ে ক্যান্সার আক্রান্ত স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। তাঁর এক ছেলে ও মেয়ে সেখানে তাদের মা-বাবাকে বাঁচানোর জন্য চিকিৎসা যুদ্ধে আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচানো গেল না।
নজরুল ইসলাম বক্সীর স্থায়ী বাড়ি সিলেটে হলেও তিনি উখিয়া থেকে মরহুম সাংবাদিক শাহাবুদ্দিন আহমদের মেয়ে লুৎফাকে বিয়ে করে কক্সবাজারে স্থায়ী হয়েছেন।
নজরুল ইসলাম বকসী সাংবাদিকতা ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি রয়েছে। সকলের প্রিয় মুখ সাংবাদিক নজরুল ইসলাম বকসী পরপারে চলে যাওয়ায় শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজারের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘কক্সবাজার ভয়েস ডটকম’ পরিবারের উপদেষ্টা সম্পাদক মো: আবু তাহের, সম্পাদক বিশ্বজিত সেন, প্রকাশক আবদুল আজিজ ও বার্তা সম্পাদক জিকির উল্লাহ জিকু সহ অনেকে।
এদিকে কক্সবাজারের প্রবীণ সাংবাদিক শ্রদ্ধেয় নজরুল ইসলাম বকসীর মৃত্যুতে কক্সবাজার প্রেসক্লাব, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।