রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
বশির আল মামুন, চট্টগ্রাম ব্যুরো:
একই ঘটনায় এর আগে করা একটি মামলা থাকায় হুইপ পুত্র নাজমুল হক শারুনের বিরুদ্ধে করা মোসারাত জাহান মুনিয়ার মুনিয়ার ভাই আশিকুর রহমানের ‘আত্মহত্যায় প্ররোচনার মামলা স্থগিত করেছেন আদালত। এর আগে ‘আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে’ দায়ের করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা মামলার এই আবেদন স্থগিত থাকবে। ২ মে, রোববার, বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মুনিয়ার ভাই আশিকুর রহমান বাদী হয়ে মামলার আবেদন করেন।
জানা যায়, বাদী আশিকুর রহমান মামলার আবেদন করার পরে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেন। বিচারক আদেশে বলেন, মোসারাত জাহান মুনিয়ার ‘আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে’ গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাটি বর্তমানে তদন্তের মধ্যে রয়েছে। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা মামলার আবেদনটি স্থগিত থাকবে।
গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন রাতেই মুনিয়ার বড় বোন বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে একমাত্র আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।
ভয়েস/আআ