বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বড় মহেশখালীর নতুন বাজারে এই মানববন্ধন অনুষ্টিত হয়। বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার আবুল ফজলের পুত্র ও মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের মেধাবী ছাত্র আবু আশিক মো: সেজন কে গত ২৯ সেপ্টম্বর নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠ থেকে বিকাল ৫টায় সময় কিশোর গ্যাং শিমুলের নেতৃত্বে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করে পরে তাকে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। ওই দিন রাতে সেজনের মেঝ ভাই বাদী হয়ে থানায় মামলা করার পর পুলিশের অভিযানে গুরুতর আহত অবস্থায় শিমুলের বাড়ি থেকে আহত সেজনকে উদ্ধার করে পুলিশ ।এসময় অভিযুক্ত শিমুলকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে আজ মঙ্হবার বিকালে কিশোর গ্যাং শিমুলের শাস্তির দাবীতে বৃহত্তর ফকিরাঘোনা বাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন , আনছারুল করিম,এনামুল করিম,আহতের ভাই সাহাব উদ্দীন, মো তারেক সহ ফকিরাঘোনা যুব কল্যান সমবায় সমিতির নেতৃবন্দরা।
এসময় তারা কিশোর গ্যাং শিমুলের অপর সহযোগিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।
ভযেস/আআ