পেকুয়ায় আ’লীগ নেতা ফরিদুল আলম ও তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরিদুল আলম ছাড়াও তার স্ত্রী কুমকুম আক্তার ও ভাই মঈন উদ্দিন আহত হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়া খালী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফরিদুল আলম ওয়ার্ড আ’লীগের সভাপতি ও একই এলাকার পেঁচু মিয়ার ছেলে।
এ ঘটনায় ফরিদুল আলমের স্ত্রী কুমকুম আক্তার বাদী হয়ে ১০জনকে বিবাদী করে পেকুয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে আসামী করা হয়েছে, মৃত সোলতান আহমদের ছেলে আহমদ নবী, নাজিম উদ্দিন, সরওয়ারুল আজিম, ইব্রাহিম, আহমদ নবীর ছেলে আরিফুল ইসলাম ও রায়হান, মৃত হাবিবুর রহমানের ছেলে জালাল আহমদ, তার ছেলে আনোয়ার হোসাইন, জসিম উদ্দিন ও সরওয়ারুল আজিমের ছেলে ফয়সালকে।
এজাহারে কুমকুম আক্তার উল্লেখ করেন, তার স্বামী পশ্চিম পাহাড়িয়া খালী জামে মসজিদের কোষাধ্যক্ষ ও সভাপতির দায়িত্ব পালন করছেন। মসজিদটি সংস্কার করার প্রয়োজন হওয়ায় একই এলাকার আহমদ নবী ২০হাজার টাকা দেয়ার অঙ্গিকার করেন। তার স্বামী মসজিদ সংস্কার পর রমজানের তারাবির নামাজ পাড়ার জন্য দুইজন হুজুর রাখেন। ঘটনার দিন তার স্বামী ওয়ার্ড আ’লীগের সভাপতি ফরিদুল আলম হুজুরদের সম্মানী ভাতা দেয়ার জন্য আহমদ নবীর কাছ থেকে ওই টাকাগুলো খুঁজেন। এনিয়ে দুইজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই তর্কাতর্কির জের ধরে এজাহারে উল্লেখিত সংঘবদ্ধ আসামীরা আ’লীগ নেতাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। মামলার বাদী ও ভাসুর আহতকে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করে আহত করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
বাদী কুমকুম আক্তার বলেন, সংঘবদ্ধ আসামীরা আমাদের উপর হামলা চালিয়েও ক্লান্ত হয়নি। আমার ব্যবহৃত স্বর্ণ ও মোবাইল ছিনিয়ে নেয়। যার মূল্য ১লাখ টাকার উপরে। এছাড়াও ভাসুর মঈন উদ্দিনের পকেটে থাকা ১লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
আহত আ’লীগ নেতা ফরিদুল আলম বলেন, আহমদ নবী তার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার ছেলে ও ভাইয়েরাও বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত। বিগত সময়ে পেকুয়ায় বিএনপি যে নাশকতা করে তার অর্থ জোগানদাতা ছিলেন আহমদ নবী। তার নেতৃত্বে আমাদের পুরো পরিবারকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল। স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হউক।
এব্যাপারে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে। এবিষয়ে যারাই দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।