শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলায়াতনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।
এতে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, আয়াছুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠণিক সম্পাদক ফরহাদ ইকবাল, অর্থ সম্পাদক মোহাম্মদ জুনাইদ, শংকর বড়ুয়া রুমি. সফিউল আলম, চঞ্চল দাশ গুপ্ত প্রমুখ।
দীপক শর্মা দীপু সঞ্চালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা সমার্থক। কেননা জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। সভায় কক্সবাজারের সন্তান একাত্তুরে জীবন উৎসর্গকারি সাংবাদিক শহীদ সাবেরের স্মৃতি রক্ষায় উদ্যোগের কথা জানান সাংবাদিক নেতারা।
এর আগে সকালে কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ।
ভয়েস/আআ