রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
জিকির উল্লাহ জিকু:
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিরপেক্ষতার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কক্সবাজার ভয়েস.কম সব শ্রেণীর পাঠকের মন জয় করেছে। বিশেষ করে শিক্ষা, অর্থনৈতিক, পর্যটন ও রাজনৈতিক বিষয়ে কক্সবাজার ভয়েস অত্যন্ত বস্তুনিষ্ঠ বিশ্লেষণসহ প্রতিবেদন প্রকাশ করে থাকে। কক্সবাজার ভয়েস অল্পদিনে জনপ্রিয়তা যেমন অর্জন করেছে তেমনি আপসহীন অবস্থানও ধরে রেখেছে গত ১ বছরে।
আগামী দিনেও কক্সবাজার ভয়েস এ ধারা অব্যাহত থাকবে, এটাই আমার বিশ্বাস। এ ছাড়া সমাজ, প্রতিষ্ঠান, জাতি ও রাষ্ট্রের জন্য যেসব সংবাদ কল্যাণকর, সেসব সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে কক্সবাজার ভয়েস অগ্রণী ভূমিকা পালন করবে।
২য় বছরে পদার্পণ করায় কক্সবাজার ভয়েস’র পরিবারের সবাই ও পাঠক শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সাফল্য কামনা করছি।
সাংবাদিকতার নীতি অনুসরণ করে বর্তমানে দেশের অবহেলিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বরে পরিণত হয়েছে। বিভিন্ন সেক্টরের অনিয়মকে নির্ভীক চিত্তে তুলে ধরার পাশাপাশি স্থানিয় বা মফস্বলের চিত্রও ব্যাপকভাবে ফুটিয়ে তুলছে কক্সবাজার ভয়েস। যা আমাদের উদ্দীপনা জোগায় সামনে এগিয়ে যাওয়ার।
বর্তমানে বৈশ্বিক মহাদুযোর্গ (কোভিড-১৯) করোনা ভাইরাসের প্রভাবে সংবাদপত্র জগত যখন সাময়িক সীমিত হয়ে পড়েছে। তখন অনলাইন পোর্টাল হিসেবে পাঠকের ঘরে ঘরে সংবাদ পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখছে কক্সবাজার ভয়েস।
পরিশেষে, মহান রবের কাছে মহা দুর্যোগ করোনা ভাইরাস থেকে মানবজাতিকে রক্ষার জন্য আকুল আবেদন জানাচ্ছি।
স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, লকডাউন আইন পরিপালনে সচেতন হই। পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করে দেশকে বাঁচাই, নিজেকে বাঁচাই, অন্যকেও বাঁচাতে চেষ্টা করি এই কামনা করে সুন্দর আগামীর প্রত্যাশায় শেষ করছি।
লেখক-চিফ রিপোর্টার, কক্সবাজার ভয়েস ডটকম।