শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
দায়িত্বশীলদের দৈনিক দেশরূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটলো সমাজের অনহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুরা। রবিবার দুপুর ১২টারদিকে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কেক কাটা হয়। এতে দৈনিক দেশরূপান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল আজিজ, কক্সবাজারের পথশিশুদের কল্যাণমুলক সংগঠন নতুন জীবন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জি টিভির জেলা প্রতিনিধি ওমর ফারুক হিরু ও নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েসের বার্তা সম্পাদক জিকির উল্লাহ জিকু সহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, কক্সবাজার শহর ও শহরের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজারো পথশিশু। এসব পথশিশুরা সমাজে আজ অবহেলিত। একারণে এই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দৈনিক দেশরূপান্তর কেক কেটে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করাই সত্যি প্রশংসার দাবি রাখে। প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক দেশরূপান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
এর আগে দুপুর সাড়ে ১১টায় আরও একটি কেক কেটে দৈনিক দেশরূপান্তরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে সুশীল সমাজ ও বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ অংশ নেয়।
ভয়েস/আআ