শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কক্সবাজার ভয়েস ডটকম’ সম্পাদক ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট কলামিস্ট বিশ্বজিত সেন গুরুতর অসুস্থ। তিনি কক্সবাজার সদর হাসপাতালে ৫ দিন আইসিওতে ভর্তি ছিলেন। বর্তমানে অর্থ সংকটের কারণে বাড়িতেই মানবেতর জীবনযাপন করছেন। তিনি জানান ২০১৯ সালে চট্টগ্রামে হঠাৎ স্ট্রোক করলে
সাংবাদিক বিশ্বজিত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিছুদিন সুস্থ থাকলেও গত ১৭ তারিখ পুনরায় স্ট্রোক করেন। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করে ৫দিন চিকিৎসা দেন। শেষে দুইদিন মেডিসিন বিভাগে চিকিৎসা নেওয়ার পর আর্থিক অনটনের কারণে বাসায় অবস্থান করছেন। আমার পরিবারে তেমন কেউ নেই। আর্থিক অবস্থা খারাপ হওয়ার ঠিকমতো চিকিৎসা নিতে কষ্ট হচ্ছে। এমনকি ঔষধ ক্রয় করে খাওয়ার সামর্থ আমার নেই। তাই জেলার সম্মানিত সকলের প্রতি আমাকে সহযোগিতা করা অনুরোধ জানাচ্ছি।
ভয়েস/আআ