মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা ক্যাম্পে মাঝি সহ দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ

ভয়েস নিউজ ডেস্ক:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন- মো. হোসেন ওরফে কালাবদা ও নুর বশর। এরমধ্যে কালাবদা রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট এর সাবমাঝি।

কয়েকজন রোহিঙ্গা ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৮ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-২ এর ওয়েস্টের সাব মাঝি কালাবদার উপর হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা কালাবদা ও নুর বশরকে গুলি করে এবং তাদের সাথে থাকা অপর একজনকে কুপিয়ে আহত করে। তার নাম পাওয়া যায়নি। পরে তাদেরকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় কয়েকজন রোহিঙ্গা হাসপাতালে কালাবদার মৃত্যু হয়েছে দাবী করলেও ক্যাম্পে দায়িত্বরত আইনশৃঙ্খল বাহিনীর তরফ থেকে এখনো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি।

ঘটনা সম্পর্কে তথ্য নিশ্চিত করার জন্য ১৪ এপিবিএন এর অধিনায়ক সহ দায়িত্বশীল কর্মকর্তাদের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও কোন সাড়া মিলেনি।

তবে উখিয়া থানার ওসি সনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়েছি। প্রাথমিকভাবে জেনেছি গুলিবিদ্ধ হয়েছে। তবে মৃত্যুর খবর এখনো আসেনি।”

রোহিঙ্গারা জানান, ওই ক্যাম্পের সন্ত্রাসী গ্রুপের প্রধান মৌলভী মিজান ও শাহেদের নেতৃত্বে ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী হঠাৎ সাব মাঝি কালাবদার উপর হামলা চালায়। এই সময় আহত অপর দুইজন কালাবদার সাথে ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION