শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চকরিয়ায় মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী-শিশুসহ নিহত-৫ ১০৭ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি গণভোট জাতীয় নির্বাচনের আগে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট দাবিতে ইসির সামনে জামায়াতসহ ৮ দল সাগর পথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার টেকনাফে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করল সরকার সোনাদিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের ঘটনায় মামলা দায়ের কোনো কারণে জাতীয় নির্বাচন ‘সঠিক সময়ে না হলেও’ আগে গণভোট চায় জামায়াত

সাংবাদিক সাইদুল ফরহাদের উপর হামলা ও পরবর্তী পুলিশের অসহযোগীতায় রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি:

ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাংবাদিক সাইদুল ফরহাদের ওপর টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনছিপ্রাং আকতার ও আবু তৈয়বের সন্ত্রসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রিপোর্টার্স ইউনিটির কক্সবাজার। উক্ত ঘটনা আহত সাংবাদিক টেকনাফ থানায় অভিযোগ দায়ের করার পরও কোন ধরনের আইনগত সহযোগিতা না করায় ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দরা
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫মে ) দুপুরে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার সভাপতি এইচ এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এম ওসমান গণি এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, ‘গণমাধ্যমের ওপর হামলার অর্থ জাতির বিবেকের ওপর হামলা। দিনের পর দিন সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েই চলছে। এদিকে প্রশাসন ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়েও নিরব ভূমিকা পালন করছে। এসব ঘটনার কোনো বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এসব নির্যাতন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাঁধা এবং স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। সাংবাদিক মারধর ও হত্যার মতো ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি-ই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তাই দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, চিহ্নিত সন্ত্রাসী আবু তৈয়ব মসজিদ কমিটি পদ না পেয়ে উনছিপ্রাং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা জসিম উদ্দিন কে মারধর করেন। এই সময় ঐ মসজিদে নামাজ পড়তে আসা সংবাদকর্মী সাইদুল ফরহাদ খতিব মৌলানা জসিম উদ্দীনকে মারধরের ভিডিও ধারন করলে ২মে সন্ধ্যা ৭টার দিকে উনছিপ্রাং কেন্দ্রীয় জামে মসজিদে অতর্কিত অবস্থায় সাংবাদিক সাইদুল ফরহাদের উপর চিহ্নিত সন্ত্রসী আবু তৈয়বের নেতৃত্বে আকতার, রমজান, মুফিজ, জামাল ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গুরুতর জখম করে। এতে গুরুতর আহত হন সাংবাদিক ফরহাদ । এ সময় রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ করে রাখা হয় তাদের। পরে হোয়াইক্যং ফাঁড়ির পুলিশ ও সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION