শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে চেয়ারম্যান পদে তিনজনের মনোনয়নপত্র জমা

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। আর সাধারণ সদস্যপদে ৬১ এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ২৬ জন তাদের মনোনয়নপত্র দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তারা এ মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের এ টি এম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফয়েজুল ইসলাম এবং জাতীয় স্বাধীনতা পার্টির (নিবন্ধন প্রক্রিয়াধীন) মহাসচিব নারায়ন রক্ষিত।

সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দিয়েছেন সাধারণ ওয়ার্ড-১ প্রদীপ রনজন চক্রবর্তী, মিহির কান্তি নাথ, কালু কুমার দে, ওয়ার্ড-২ আ.ম.ম দিলসাদ, মো. শওকতুল আলম, ওয়ার্ড-৩ মো. নুরুন্নবী ভুট্টো, মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, নাদিম শাহা আলম, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মো. আলাউদ্দীন, শাহেদ সরোয়ার শামীম, মো. মাহফুজুর রহমান।

সদস্য পদে আরও যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন ওয়ার্ড-৪ আখতার উদ্দীন মাহমুদ, মো. আমান উল্লাহ খান চৌধুরী, ওয়ার্ড-৫ মোহাম্মদ আবুল আলম, জাফর আহমেদ, গোলাম মোস্তফা, মো. আবু বক্কর সিদ্দিকী, মো. সেলিম উদ্দীন, এইচ.এম আলী আবরাহা, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ এজহার মিয়া, মো. নুরুল আবছার, মো. মনজুর হোসেন চৌধুরী, ওয়ার্ড নং-৬ কাজী আবদুল ওহাব, ওয়ার্ড-৭ আবুল কাশেম চিশতী, ওয়ার্ড-৮ মোহাম্মদ এমরান, এস.এম মিজানুর রহমান, মো. আবুল মোকারম, মনসুর আহমদ, বোরহান উদ্দিন এমরান, মোহাম্মদ ইউনুছ।

আরও রয়েছেন ওয়ার্ড-৯ ইসলাম আহমদ, অধ্যাপক মো. রাশেদুল আলম, ওয়ার্ড- ১০ মোহাম্মদ শাহাদাত হোসেন, দেবব্রত দাশ, ওয়ার্ড-১১ মো. শেখ টিপু চৌধুরী, আবু আহমেদ চৌধুরী, ওয়ার্ড-১২ এস.এম আলমগীর চৌধুরী, মোহাম্মদ আবুল বশর, ওয়ার্ড-১৩ মোহাম্মদ আবদুল আজিজ, শাহদাত হোসেন চৌধুরী, মো. রায়হাদ চৌধুরী, মো. হামিদ উল্লাহ, কল্যান বড়ুয়া, মো. নুর হোছাইন, এম জিল্লুর করিম শরিফী, মো. নুরুল মোস্তফা সিকদার, মোজাম্মেল হক সিকদার, মোহাম্মদ আলমগীর কবির, মো. খালেকুজ্জামান, ওয়ার্ড-১৪ গোলাম ফেরদৌস, মনির আহমেদ, কামাল উদ্দিন, আব্দুল মালেক খান, আবদুল আলীম, ওয়ার্ড- ১৫ আনোয়ার কামাল, মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী।

সংরক্ষিত মহিলা সদস্যপদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওয়ার্ড-১ জাহান আরা নাজনীন, ইয়াছমিন আক্তার কাকলী, রওশন আরা বেগম, ইসমত আরা সুলতানা, নার্গিস আকতার, দিলোয়ারা বেগম, সংরক্ষিত ওয়ার্ড-২ দিলোয়ারা ইউসুফ, অ্যাডভোকেট উম্মে হাবিবা, জুবাইদা সরওয়ার চৌধুরী নিপা, সংরক্ষিত ওয়ার্ড-৩ তাহমিনা আক্তার চৌধুরী, তিষন ভট্টচার্য্য, জগদা চৌধুরী, শারমিন আকতার, মোস্তফা রাহিলা চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড-৪ দিলোয়ারা বেগম, মোছাম্মৎ দিলুয়ারা বেগম, রেহেনা বেগম ফেরদৌস চৌধুরী, সাজেদা বেগম, সুমি দে, মোছাম্মৎ ফারহানা আফরীন জিনিয়া, সংরক্ষিত ওয়ার্ড-৫ দিলোয়ারা বেগম, রুখছানা আকতার, শাহিদা আকতার জাহান, শিকু আরা বেগম, তাসলিমা আক্তার, সুরাইয়া খানম।

আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের ১৫ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলার প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর মিলে ২ হাজার ৭৩১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION