সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘শকুন্তলম’ সিনেমা সামান্থাকে আরো খ্যাতি এনে দেবে

সামান্থা

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছরটি নানা জটিলতার মধ্য দিয়ে পার করেছেন। বিশেষ করে শারীরিক অসুস্থতা তাকে কাবু করে ফেলেছে। গত অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি।

সামান্থার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গত ৯ জানুয়ারি এ সিনেমার ট্রেইলার মুক্তি পর ভূয়সী প্রশংসা কুড়ান সামান্থা। কিন্তু গুঞ্জন উড়ছে, সিনেমাটির জন্য পারিশ্রমিক কম নিয়েছেন তিনি।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে— একটি সূত্র জানিয়েছেন, সিনেমাটির জন্য সামান্থা ৭ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন। আরো কয়েকটি সূত্র বলছেন, ‘শকুন্তলম’ সিনেমার জন্য ১৫০ দিন বরাদ্ধ দিয়েছিলেন সামান্থা। আর এজন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। আবার কেউ কেউ দাবি করেছেন, সামান্থা সিনেমাটির জন্য পারিশ্রমিক চেয়েছিলেনই আড়াই কোটি রুপি; আর সেটাই নিয়েছেন তিনি।

গত বছরের মাঝামাঝি সময়ে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছিল, সামান্থা দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয়। প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন ৩-৫ কোটি রুপি।

তা হলে আড়াই কোটি রুপি পারিশ্রমিক কেন নিলেন সামান্থা? এক প্রতিবেদনে জানা যায়, ‘শকুন্তলম’ সিনেমা সামান্থাকে আরো খ্যাতি এনে দেবে- এটা তার বিশ্বাস। এজন্য স্বেচ্ছায় সর্বনিম্ন ৩ কোটি রুপি পারিশ্রমিক থেকে ৫০ লাখ রুপি কমিয়ে আড়াই কোটি রুপি নিয়েছেন সামান্থা নিজেই। বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২১ লাখ টাকার বেশি।

‘শকুন্তলম’ সিনেমার ট্রেইলার মুক্তি অনুষ্ঠানে সামন্থা বলেছিলেন, ‘‘জীবনে যতই সংগ্রামের মুখোমুখি হই না কেন, কখনো একটি জিনিস বদলাবে না। আর তা হলো চলচ্চিত্র। আমি চলচ্চিত্রকে যতটা ভালোবাসা দিয়েছি, চলচ্চিত্রও আমাকে ততটা ফিরিয়ে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘শকুন্তলম’ এই ভালোবাসা বহু গুণে বাড়িয়ে দেবে।’’

পরিচালককে ধন্যবাদ জানিয়ে সামান্থা বলেছিলেন, ‘আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ এই চরিত্রের জন্য গুনাশেখর স্যার আমাকে বেছে নিয়েছেন।’

‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলেগু ভাষার এই সিনেমা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION