সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
জোড়ায় জোড়ায় গোল করে চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে ইউরো বাছাইয়ে যেখানে শেষ করেছিলেন, আন্তর্জাতিক ফুটবলের বিরতি কাটিয়ে ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন তিনি।
সৌদি প্রো লিগে মঙ্গলবার রাতে আল আদাহর বিপক্ষে ৫-০ গোলে জিতেছে আল নাসর। রোনালদো করেছেন জোড়া গোল। প্রতিপক্ষের মাঠে রোনালদোর পাশাপাশি তালিসকাও ম্যাচটা জোড়া গোলে রাঙিয়েছেন।
এদিনের দুই গোল মিলিয়ে সৌদির ক্লাবের হয়ে চলতি মৌসুমে ১১ গোল হলো রোনালদোর। এদিন ম্যাচের ৪০তম মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতা খোলেন তিনি। প্রথমার্ধে ওই একটি গোলই পায় তার দল। দ্বিতীয়ার্ধে দলের আরও চার গোলের মধ্যে রোনালদোর গোল একটি। ৬৬তম মিনিটে বাঁপায়ে গোলটি করেন তিনি।
এর আগে ও পরে তালিসকা একটি করে গোল করেন, ৫৫ ও ৭৮তম মিনিটে। ইনজুরি টাইমে আইমান ইয়াহিয়া ব্যবধান ৫-০ করেন।
এই জয়ে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রোনালদোদের দল। তাদের সমান ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাস শীর্ষে।
আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে ইউরো বাছাইয়ে খেলেন রোনালদো। সেখানে লিখটেস্টেইনের বিপক্ষে দুই গোল করার পর লুক্সেবার্গের বিপক্ষেও জোড়া গোলের দেখা পান তিনি। এরপর আল নাসরের হয়েও করলেন জোড়া গোল। সব মিলিয়ে টানা তিন ম্যাচে দুটি করে গোল (৬ গোল) করলেন তিনি।
ভয়েস/আআ