সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
লিগ ওয়ানে লঁসের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে পিএসজি। গোল পেয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। মেসি তো রাতটা রাঙিয়েছেন রেকর্ডেই। ঘরের মাঠে শনিবার ৩-১ গোলের জয়ে লিগ শিরোপার পথে এক ধাপ এগিয়ে গেছে পিএসজি।
১৯তম মিনিটে আবদুল সামেদ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে লঁস দশ জনের দলে পরিণত হয়। সেই দলের বিপক্ষে দাপট দেখিয়ে ম্যাচ জিতে নেয় ক্রিস্তফ গালতিয়ের দল।
প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় পিএসজি। ম্যাচের ৩১তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে এগিয়ে দেন দলকে। ছয় মিনিট পরই ব্যবধান বাড়ান ভিতিনিয়া। আর ৪০তম মিনিটে লিওনেল মেসি ৩-০ করেন, এমবাপ্পের অ্যাসিস্ট থেকে।
এই গোলর মধ্য দিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে বসেছেন মেসি। দুজনেরই গোল সংখ্যা ৪৯৫টি করে।
লঁসের হয়ে একমাত্র গোলটি করেন শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি। ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি।
ভয়েস/আআ