রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
বলরাম দাশ অনুপম:
রামু সেনানিবাস সিএসডি গেইট এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইমরান।
শনিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে ওই এলাকায় কর্তব্যরত মিলিটারী পুলিশ ইয়াবাসহ ইমরানকে আটক করে।
জানা যায়-উখিয়ার মরিচ্যা থেকে রামু যাওয়ার পথে রামু সেনানিবাসের এসএসডি এমপি গেইট এলাকায় কর্তব্যরত মিলিটারী পুলিশ একটি ইজিবাইকে তল্লাশি চালায়। এসময় ওই ইজিবাইকের ইন্জিন কাভারের নীচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ইজিবাইকের যাএী ইমরান ইয়াবা পাচারের কথা স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা ইয়াবাসহ অাটক মাদক পাচারকারী ইমরানকে র্যাব-১৫ এর নিকট হস্তান্তর করে মিলিটারী পুলিশ।
ভয়েস/আআ