বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকনাফে বসতঘর থেকে ৫ কোটি টাকার ইয়াবা নিয়ে রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ৩ চকরিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোছাইন গ্রেপ্তার লোহাগাড়ায় মারছা বাসের চাপায় যুবক নিহত, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ তিস্তা মহাপরিকল্পনা এগোচ্ছে চীনের হাত ধরে , আসবে কারিগরি দল আমদানি-সরবরাহ বাড়ানো হয়েছে তারপরও বাজারে সমস্যা থাকছে: অর্থ উপদেষ্টা বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান মর্যাদার অধিকারী, আমরা এক পরিবার মহেশখালীতে ৩ পুলিশ গুলিবিদ্ধের ঘটনার প্রধান আসামী গ্রেফতার সীমান্তে দুই মাসে ৮৮ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৪১২ টাকা মূল্যের মাদক উদ্ধার  এবার শাড়িতে রাঙিয়ে দিলেন রোজা টেকনাফে মাছ ধরার ট্রলারের আদলে ইয়াবা পাচারকালে আটক ২

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা গ্রুপের ৪ সন্ত্রাসী আটক

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসা’র চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, আজ মঙ্গলবার সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হল- উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এফ-ব্লকের নূর মোহাম্মদের ছেলে আনোয়ার শাহ (২৯), ক্যাম্পটির সি-ব্লকের সবু আলমের ছেলে মো. একরাম (২৬), সি-৮ ব্লকের মৃত মোহাম্মদ শাহ এর ছেলে মো. শাহেদ (২০) ও সি-৩ ব্লকের মৃত আব্দুল করিমের ছেলে সাব্বির আহমেদ (২৭)।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তাররা বিভিন্ন মামলার পলাতক আসামি। তারা মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর সদস্য।

আবু সালাম বলেন, মঙ্গলবার সকালে উখিয়ার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় দুষ্কৃতিকারি অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে খবরে র‍্যাব ও এপিবিএন পুলিশ যৌথ অভিযান চালায়। এতে সন্দেহজনক ঘটনাস্থল ঘিরে ফেললে ৭/৮ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

র‍্যাবের এ কর্মকতা জানান, গ্রেপ্তাররা রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন ঘটনায় দায়ের মামলার এজাহারভূক্ত আসামি। এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তারা মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরসা’র সক্রিয় সদস্য।

গ্রেপ্তার আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আবু সালাম চৌধুরী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION