সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
দীর্ঘ ৫ বছর পর ঈদ করতে মাগুরায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল বৃহস্পতিবার বিশ্বসেরা এই অলরাউন্ডার মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে পৌঁছান।
শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে সাকিবের বন্ধু খান নয়ন নিজের ফেসবুক পোস্টে সাকিবের সঙ্গে আড্ডা দেওয়ার একটি ছবি পোস্ট করেছেন।
ক্রিকেটার সাকিব আল হাসানের বন্ধুরা জানিয়েছেন, তিন সন্তানসহ সাকিবের স্ত্রী যুক্তরাষ্ট্রে আছেন। মাগুরায় ঈদ করা শেষে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন বাংলাদেশ টি–টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক। দীর্ঘদিন পর সবার সঙ্গে দেখা হওয়ায় সাকিবসহ সবাই ভীষণ আনন্দিত। শৈশবের নানা স্মৃতিচারণা ও আড্ডায় দারুণ সময় পার করছেন তারা।
গতকাল বৃহস্পতিবার বাড়িতে পৌঁছে বিকেলেই মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন সাকিব আল হাসান। এরপর বন্ধুদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি। শহরের একটি বিদ্যালয়ে এসএসসি-২০০৩ ব্যাচ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে ইফতার শেষে পরিবারের সঙ্গে আবারো ইফতার করেন তিনি। সন্ধ্যায় আবারও বন্ধুদের সঙ্গে আড্ডা দেন সাকিব আল হাসান।
সাকিবের পরিবার সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৭ সালে ঈদে মাগুরায় ছিলেন সাকিব আল হাসান। এবার আইপিএল খেলতে না যাওয়ায় এবং ছুটি পাওয়ায় মা–বাবার সঙ্গে ঈদ করতে এসেছেন তিনি।
ভয়েস/আআ