সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চেমসফোর্ডে সিরিজে আইরিশদের মুখোমুখি বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

বৃষ্টির হুমকির কারণে চেমসফোর্ডে সিরিজ আয়োজন করছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। স্থান বদলেছে কিন্তু বেরসিক বৃষ্টির হুমকি কিন্তু রয়েই গেছে। এই বৃষ্টির বাধায় বাংলাদেশ সপ্তাহ খানেকের আগে গিয়ে ঠিকঠাক অনুশীলনও সারতে পারেনি। সেই বৃষ্টির হুমকির মুখে ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত এই সিরিজে নামতে যাচ্ছে তামিম ইকবালের দল।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিবিসির আবহাওয়া বার্তা অনুযায়ী আজ সারাদিনজুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৫ থেকে ৮০ শতাংশ। বাংলাদেশের কোনো তিভিতে দেখা যাবে না এই খেলা। আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভিতে ফ্যান অ্যাকাউন্ট খুলে সরাসরি দেখা যাবে ফ্রিতে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে ও এসেক্সের মধ্যকার ম্যাচ চলায় মূল মাঠে বাংলাদেশ একদিন মাত্র সিরিজের প্রস্তুতি নিতে পেরেছে। প্রথম দুইদিন লেইস স্কুল মাঠে অনুশীলন করার পর একদিন অনুশীলন ছিল ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্রিকেট মাঠ ফেনার্সে। কিন্তু বৃষ্টি থাকায় অনুশীলন সীমাবদ্ধ ছিল ইনডোরে। সিরিজ শুরুর আগে বাংলাদেশ শিবিরে আক্ষেপ রয়ে গেছে প্রস্তুতি নিয়ে।

তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশের চাওয়া শুধু একটাই জয়। তামিমের চাওয়া সুপার লিগের শীর্ষ চারে থাকা। ‘অধিনায়ক হিসেবে চারে থেকে শেষ করাই আমার লক্ষ্য। কয় ম্যাচ জিততে পারি, কত পয়েন্ট এসব আমার কাছে বিষয় না, আমার কথা হলো শীর্ষ চারে থাকা।’

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভাবনায় অবশ্য বিরুপ কন্ডিশনে নিজেদের মানিয়ে নেয়ার বিষয়, ‘ব্যাপারটি শুধু ইংল্যান্ডের কন্ডিশনের নয়, আমাদের সার্বিক উন্নতির জন্যও প্রয়োজন এটা। প্রতিপক্ষ নিয়ে ও ফলাফল নিয়ে দুর্ভাবনার ব্যাপারও এখানে নেই। আমরা উন্নতি করতে চাই। ভবিষ্যতে যেখানেই আমরা খেলি না কেন, উন্নতি করতে চাই। সামনে আমাদের অনেক খেলা আছে, বিশেষ করে দেশের বাইরে টেস্ট আছে কিছু।’

বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে। এই সিরিজ আইরিশদের জন্য বাঁচা-মরার লড়াই। এই দিক থেকে নির্ভার বাংলাদেশ শিবির। বিশ্বকাপের কন্ডিশন এই সিরিজের উলটো, তাই তামিম-সাকিবদের ভাবনায় বিশ্বকাপও নেই। ভাবনা আপাতত একটাই, সেরাটা দিয়ে জয় তুলে নেওয়া।

পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের বিপক্ষে। কদিন আগে দেশের মাটিতেও তামিমরা উড়িয়ে দিয়েছেন আইরিশদের। ওয়ানডেতে দুই দলের ১৩ বারের মুখোমুখি লড়াইয়ে ৯ বার জয়ের জিতেছে বাংলাদেশ। দুইবার জয় পায় আইরিশরা। বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। আর নিরপেক্ষ ভেন্যুতে দ্বিতীয়বারের মতো আইরিশদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর আগে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে দুই দলের প্রথম লড়াইয়ে জয়ের হাসি হেসেছে আয়ারল্যান্ড। এবার কারা হাসবে?

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION