রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ডি মারিয়া-পলদের নিয়ে চীনে মেসি

খেলাধুলা ডেস্ক:
প্রীতি ম্যাচ খেলতে চীনের রাজধানী বেইজিং পৌঁছে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক।ক্লাব ক্যারিয়ারে নিজের নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনা ও পিএসজির পর ইন্তার মায়ামিতে খেলবেন এই কিংবদন্তি। তবে মেজর লিগ সকারের দলটির সঙ্গে এখনও চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি তার। যুক্তরাষ্ট্রের লিগটিতে দল বদলের মৌসুমও শুরু হয়নি এখনও।

মেসির অবশ্য আপাতত বসে থাকার সুযোগ নেই। এ মাসের ফিফা উইন্ডোতে জাতীয় দলের হয়ে ব্যস্ত থাকতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যেমন এরই মধ্যে বেইজিং পৌঁছে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের প্রতিবেদনে বলেছে, স্থানীয় সময় শনিবার সকালে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান মেসি। ব্যক্তিগত বিমানে দেশটিতে পাড়ি দিয়েছেন তিনি। এ সময় ৩৫ বছর বয়সী তারকার সঙ্গী ছিলেন জাতীয় দলের সতীর্থ আনহেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও মোলিনা।

বিমানন্দরে মেসিকে দেখতে ভিড় জমিয়েছিল শত শত ভক্ত। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মেসি ও তার সতীর্থরা বিমানবন্দরে নামার পর একটি বাসে করে দ্রুত স্থান ত্যাগ করছেন।

নিকোলাস ওতামেন্দি ও ক্রিশ্চিয়ান রেমোরো আগেই স্কোয়াডে যোগ দিয়েছেন। মার্কোস আকুনা, গুইদো রদ্রিগেজরাও পৌঁছে যাওয়ার কথা আজই (শনিবার)।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কারণে ম্যানচেস্টার সিটির হুলিয়ান আলভারেজ পরে যোগ দেবেন দলের সঙ্গে। চ্যাম্পিয়নস লিগের আরেক ফাইনালিস্ট ইন্তার মিলানের লাউতারো মার্তিনেজ অবশ্য স্কোয়াডে নেই। বিশ্রামে থাকবেন তিনি।

আগামী বৃহস্পতিবার প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের পর ইন্দোনেশিয়ায় পাড়ি দেবে লিওনেল স্কালোনির দল। সেখানে স্বাগতিকদের সঙ্গে খেলবে আরেক প্রীতি ম্যাচ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION