রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
অলিভিয়ের জিরু ও কিলিয়ান এমবাপ্পের গোলে জিব্রাল্টার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ইউরো ২০২৪ সালের বাছাই পর্বে এ নিয়ে তিন ম্যাচের সব কটিতে জিতল দিদিয়ের দেশমের দল।
প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ সময় শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ফ্রান্স।
হেড থেকে করা গোলে শুরুতেই দলকে এগিয়ে দেন জিরু। ম্যাচের বয়স তখন ৩ মিনিট। কিংসলে কোম্যানের ক্রস থেকে করা গোলটি ফ্রান্সের হয়ে তার ৫৪তম গোল।
প্রথমার্ধের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ৭৮তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে জিব্রাল্টার। নিজেদের জালেই বল পাঠান আইমেন।
পাঁচ দলের ‘বি’ গ্রুপের ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। তলানিতে জিব্রাল্টার। ঘরের মাঠে আগামী সোমবার নিজেদের পরের ম্যাচে গ্রিসের বিপক্ষে খেলবে ফ্রান্স।
ভয়েস/আআ