রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
৪৫ রানের ইনিংসে দলকে টেনে তুলেছিলেন জেসন হোল্ডার। বিদায়ের পর তার হতাশা তাই বোধগম্য। দুবারের চ্যাম্পিয়ন উইন্ডিজ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবে না। জিম্বাবুয়েতে অনুষ্ঠানরত বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় চূড়ান্তপর্বে ওঠার সুযোগ হাতছাড়া হয়ে গেছে তাদের। প্রথমপর্বে নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়ায় শূণ্যহাতে সুপার সিক্সে উঠেছিল তারা। জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে ছিল। এই পর্বে তিন ম্যাচের সবকটিতে জিতলে ক্ষীণ একটা সম্ভাবনা ছিল ক্যারিবীয়দের। কিন্তু প্রথম ম্যাচেই স্কটিশদের কাছে হেরে গেলো তারা।
ভয়েস/আআ