সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বের দরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল।স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল কক্সবাজারের রামুর ঐতিহাসিক স্থান ‘রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার ও অনাথ শিশুদের আশ্রয়স্থল ‘জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোম এর ভান্তে ও ধর্মীয় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
পরে সম্রাট অশোক নির্মিত ঐতিহাসিক রাংকুট বৌদ্ধ বিহারের রাংকুট পদ্মবীনা ঝুলন্ত সেতু, মীরাক্কেল গার্ডেনসহ বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম, রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন মহাথের,পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এরপরে জগৎ জ্যোতি শিশু সদনে অনাথ শিশুদের আর্থিক সহযোগিতা প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভয়েস/আআ