রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:০০ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
বার্সেলোনা ছেড়ে ইন্টার মায়ামিতে সার্জিও বুশকেটস যোগ দিচ্ছেন পুরোনো খবর। রবিবার আনুষ্ঠানিকভাবে এমএলএস ক্লাবে যোগ দিলেন তিনি। তার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত।
শৈশবের ক্লাব বার্সায় ১৮ বছরের শিরোপাসমৃদ্ধ ক্যারিয়ার পার করে আমেরিকায় পা রাখলেন বুশকেটস। ৩৫ বছর বয়সী মিডফিল্ডার বলেন, ‘এটা বিশেষ ও রোমাঞ্চকর সুযোগ, যা নিতে আমি খুব উন্মুখ হয়ে আছি। ইন্টার মায়ামির সঙ্গে আমার ক্যারিয়ারের পরবর্তী ধাপের অপেক্ষায়। গত বছর বার্সেলোনার সঙ্গে এখানে এসে এই ক্লাবে আমি মুগ্ধ হয়েছিলাম। এখন আমি খুশি এবং নিজেই এই ক্লাবের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত। এই উচ্চাকাঙ্ক্ষী ক্লাবকে সাফল্য এনে দিতে আমার আর তর সইছে না।’
মায়ামির ব্যবস্থাপনা মালিক হোর্হে মাস বলেন, ‘বুশকেটসকে ইন্টার মিয়ামিতে স্বাগত জানাই। প্রথম দিন থেকে আমরা সেরা খেলোয়াড়দের আনার চেষ্টা করেছি। সার্জিওর অর্জন তার পক্ষে বলে।’
ভয়েস/আআ