রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ব্রিটিশ হাইকমিশনার সাথে সাক্ষাতের পর যা বলছেন ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকানদের আমরা যা বলেছি, আজ ব্রিটিশ হাইকমিশনারকেও ঠিক তাই বলেছি। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই এ দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সরকার রুটিন দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন স্বাধীন ভূমিকা পালন করবে।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক বৈঠক হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সংবিধান বলছে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। এখন শেখ হাসিনার সরকার পাওয়ারে আছে। এই সরকার তখন রুটিন দায়িত্ব পালন করবে। শিডিউল ডিক্লেয়ারের পরপরই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তারা কোনো মেজর পলিসি ডিসিশন নিতে পারবে না বা করতে পারবে না। তারা শুধু রুটিন ওয়ার্ক করবে। আর ইলেকশন করার জন্য যে যে সহযোগিতা দরকার সেটা নির্বাচনকালীন সরকার দেবে।’

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের হয়রানি বা মামলা হয়েছে- এমন তথ্য বানোয়াট। দেশে অশান্তি হলে ক্ষতি আমাদের। অংশগ্রহণমূলক নির্বাচনে আমাদের আপত্তি নেই। তবে কোনো শর্ত চলবে না। সংবিধান সম্মত ভাবে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে পরিচালনা করবে নির্বাচন কমিশন।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION