সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইমরান খান খুনের অভিযোগ থেকে খালাস

ইমরান খান, ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

খুনের অভিযোগ থেকে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার দেশটির দক্ষিণের শহর কোয়েটার একটি আদালত তাকে খালাস দেয়।

ইমরানের আইনজীবীদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক্সে (সাবেক টুইটার) আইনজীবী নাঈম পানজুথা বলেন, আল্লাহর প্রশংসা করতে হবে। এতে তিনি যোগ করেন, ইমরান খানের বিরুদ্ধে হত্যার যে অভিযোগ আনা হয়েছিল, তা কোয়েটার একটি আদালত বাতিল করে দিয়েছে।

জুনে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয় ইমরান খানকে। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি কমপক্ষে ১০০ মামলা মোকাবিলা করছেন। বর্তমানে তিনি লাহোরের কুখ্যাত অ্যাটক জেলে বন্দি আছেন। সেখানে তিনি নাজুক এক অবস্থায় আছেন। তার স্ত্রী বুশরা বিবি জানিয়েছেন, তার ওজন দ্রুত কমছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION