রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমারে পৌঁছেছে রাশিয়ার এসইউ-৩০ যুদ্ধবিমানের প্রথম চালান। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ’কে এ তথ্য নিশ্চিত করেছেন মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী চার্লি থান।
রোববার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানায় রয়টার্স।
মূলত নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কিনেছে মিয়ামনার। ২০২২ সালের সেপ্টেম্বরে মোট ছয়টি এসইউ-৩০এসএমই যুদ্ধবিমান কেনার বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছিল মিয়ানমারের। ওই চুক্তির প্রথম চালানে দু’টি বিমান পাঠিয়েছে মস্কো।
রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত অস্ত্র রপ্তানিকারক রোসোবোরন এক্সপোর্টের তথ্যমতে, সুখোই এসইউ-৩০এসএসই হলো একটি মাল্টি-রোল যুদ্ধবিমান। এগুলো আকাশপথে শত্রুর ওপর হামলা চালাতে এবং নির্ভুলভাবে নিশানা গুঁড়িয়ে দিতে খুবই কার্যকর।
রোববার রাশিয়ার ভ্লাদিভোসতোকে শুরু হয়েছে ইস্টার্ন ইকোনমিক ফোরাম। ফোরামটির উদ্দেশ্য হলো— অর্থনৈতিক সহযোগিতা এবং রাশিয়ায় বৈদেশিক বিনিয়োগে অন্যান্য দেশগুলোকে আকৃষ্ট করা।
মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই ফোরামে রাশিয়ার সঙ্গে আরও কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি করবে মিয়ানমার। যার মধ্যে দুই দেশের মধ্যে পর্যটন নিয়েও চুক্তি থাকবে।
তবে মিয়ানমারে রুশ যুদ্ধবিমান আসার ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করেনি বলে জানায় রয়টার্স।
ভয়েস/আআ