রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় অন্তত ৪০ জন ইসরায়েলি নিহত হয়েছে। আজ শনিবার (৭ অক্টোবর) এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে হামাসের হামলায় ২২ জন নিহত হয়েছিল বলে জানিয়েছিল সংবাদমাধ্যমটি।
ইসরায়েলি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের হামলায় অন্তত ৪০ জন ইসরায়েলি নিহত ও ৭৫০ জন আহত হয়। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।
এদিন স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ‘আল আকসা ফ্লাড’ শুরু করে হামাস। মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে তারা। এসব রকেট ছোড়ার পরই ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ইসরায়েলের নাগরিকরা, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি।’ ইসরায়েলিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। কোনো অভিযান নয়, কোনো উস্কানি নয়, যুদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আজ সকালে ইসরায়েল ও ইসরায়েলিদের বিরুদ্ধে মারাত্মক ও আকস্মিক হামলা চালিয়েছে হামাস। আমরা সকাল থেকে এ ধরনের পরিস্থিতিতে আছি। আমি নিরাপত্তা ব্যবস্থার সব প্রধানের সঙ্গে বৈঠক করেছি। প্রথমত যারা ইসরায়েলে অনুপ্রবেশ করেছে তাদের নির্মূলের নির্দেশ দিয়েছি।’
ভয়েস/আআ