মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার রেলস্টেশন পরিচালনা যাচ্ছে বিদেশিদের হাতে শহরের অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারী আটক, মোবাইল ও বাইক জব্দ টেকসই উন্নয়নের ভিত্তি গড়তে হলে প্রয়োজন সঠিক, নির্ভুল ও মানসম্মত পরিসংখ্যান গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ: ইসি সচিব দ্বীনের দাওয়াতে আধুনিক প্রযুক্তির জ্ঞান জরুরি উখিয়ায় বিশেষ অভিযানে অ’স্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক লাইট হাউজ এলাকায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই নিহত বাংলাদেশের ইতিহাসে জুলাই সনদ স্বাক্ষর একটি স্মরণীয় ঘটনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ ঢাকায় গোলটেবিলে বক্তারা: কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক ফ্রন্টলাইন

গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় মিধিলিতে পরিণত

ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে (ফাইল ছবি)

ভয়েস নিউজ ডেস্ক:

সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে পরিণত হয়েছে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত এবং নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোর থেকে ঘূর্ণিঝড় মিধিলি উপকূল থেকে মাত্র ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আজ খুলনা বিভাগের পাশ দিয়ে খেপুপাড়া ও মোংলা হয়ে ঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এটি আঘাত হানতে পারে।

ইতোমধ্যে ঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাবে সাগর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এর প্রভাবে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ঝড়ের গতিবেগ খুব বেশি না। সে হিসাবে এটি দুর্বল ঝড়। খুলনা উপকূল দিয়েই এটি আজ উপকূল অতিক্রম করবে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মিধিলিতে পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ অব্যাহত রয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে এর পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION