রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ন্যায় বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের রয়েছে-কক্সবাজারে প্রধানমন্ত্রী বিচারপতি

ভয়েস প্রতিবেদক:

সুপ্রিম কোর্টের আপীল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন ন্যায়বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের রয়েছে এটা সংবিধানে গ্যারান্টি করেছে। প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রয়েছে ন্যায়বিচার পাওয়ার। আদালতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাওয়ার জন্যই আসে। আদালতের কর্তব্য হচ্ছে বিচার প্রার্থী সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা। এর পাশাপাশি বিচার প্রার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।

আজ শনিবার সকালে কক্সবাজার জেলা জজ আদালতের কাছে বিচারপ্রার্থী জনগনের বিশ্রামাগার ন্যায়কুন্জ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমে বক্তব্য দানকালে উপরোক্ত কথা বলেন।

এ সময় প্রধান বিচারপতি কক্সবাজারে মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করেন। এ সময় সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সিনিয়র বিচারপতি এম এনায়েতুর রহিম সহ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশনের বিচারপতিবৃন্দ সুপ্রিম কোর্টের উর্ধতন কর্মকর্তাগন কক্সবাজারের জজ আদালতের বিচারকবৃন্দ জেলা প্রশাসক পুলিশ সুপার এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কক্সবাজার চীফ জুডিশিয়াল কোর্ট এলাকা পরিদর্শন করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION