সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ার আকরামের বাড়িতে চলছে শোকের মাতম

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

চট্টগ্রামে কোটা আন্দোলনে সংর্ঘষে নিহত কক্সবাজারের পেকুয়ার ছেলে ওয়াসিম আকরামের বাড়ীতে চলছে শোকের মাতম।ছেলে নিহত হওয়ার খবরে গ্রামের বাড়িতে কান্নার রুল পড়ে। বিলাপ ধরে বার বার মুর্ছা যাচ্ছেন মা জোৎসা আকতার। স্বজনদের কান্নায় আকাশ ভারি হয়ে উঠেছে।

চট্টগ্রামে কোটা আন্দোলনে নিহত ওয়াসিম আকরামের কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া এলাকায়।

চট্টগ্রামে ছেলে নিহত হওয়ার খবরে মা জোৎসা আক্তার বিলাপ করতে করতে বার বার মুর্ছা যাচ্ছেন।কাঁদতে কাঁদতে জোৎসা আকতার বলেন, প্রতিদিন একবার হলেও মোবাইলে মায়ের সাথে কথা হতো আকরামের। আজ থেকে আর কেউ কথা বলবে না, খবর নিবে না মায়ের।মা জোৎসা আকতার বলেন, আামর মেধাবী ছেলেকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল।কিন্তু, স্বপ্ন, স্বপ্নই থেকে গেল।

শুধু মা জোৎসা আক্তার নয়, পরিবারের ভাই-বোন ও স্বজনদের বুক ফাটা কাঁন্না যেন থামছে না। আদরের ছেলেকে হারিয়ে আজ তারা নির্বাক। মৃতদেহ কখন গ্রামের বাড়িতে পৌছবে প্রতীক্ষায় স্বজনরা। তবে আগামীকাল সকাল ১০টার দিকে পেকুয়া গ্রামের কবরস্থানে জানাযা শেষে দাফন করা হবে বলে জানান পরিবারের একাধিক সূত্র।

পারিবারিক সূত্র বলছে, নিহত ওয়াসিম আকরামের প্রবাসি পিতা শফিউল আলম ও মা জোৎসনা আক্তার। ২ ভাই ৩ বোনের মধ্যে ওয়াসিম ২য়। ১৯১৭ সালে কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চবিদ্যালয়ের থেকে এস এস সি পাস করার পর চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ৩ বর্ষের ছাত্র। পরে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে এবং পরে চট্টগ্রাম কলেজের ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ও পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিল।

মঙ্গলবার (১৬ জুলাই) ৩ টার দিকে চট্টগ্রামে মুরাদপুর এলাকায় আন্দোলনকারী ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে ওয়াসিম আকরাম (২২) ও পথচারী ফারুক ( ৩২) নামে দুজন নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংর্ঘষের শুরুতে লাঠিসোঁটা নিয়ে হামলা করলেও পরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ শুরু হয়। কয়েকজন অস্ত্রধারীকে গুলি ছুড়তে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এভাবে চলতে থাকে পাল্টাপাল্টি ধাওয়া। সংঘর্ষ ছড়িয়ে পড়লে নগরের ব্যস্ততম সিডিএ অ্যাভিনিউ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION