বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা ও লেবাননের পর এবার ইয়েমেনের হুতির ওপর হামলা শুরু করেছে ইসরায়েল। ইয়েমেনের হুতি লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী।
রোববার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনের লেছে, রাস ইসা ও হোদেইদাহ বন্দরের বিদ্যুৎকেন্দ্র এবং সমুদ্র বন্দরের স্থাপনাগুলোতে কয়েক ডজন বিমান হামলা করেছে তাঁরা। খবর আল জাজিরা।
এদিকে ইসরায়েলি হামলায় ইয়েমেনের একজন বন্দর কর্মী এবং তিনজন প্রকৌশলীসহ অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
হুতিরা ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপের একদিন পর এই হামলা চালাল ইসরায়েল। হামলার কারণে হোদেইদাহের বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বাসিন্দারা।
এদিকে ইসরায়েলি হামলায় আরেকটি রক্তাক্ত দিন দেখলো লেবাননবাসী। রোববার লেবাননজুড়ে ইসরায়েলি বোমা হামলায় সারা দেশে কমপক্ষে ১০৫ জন নিহত এবং ৩৫৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন যে, রোববার দক্ষিণ লেবানন, বেকা, বালবেক-হারমেল গভর্নরেট এবং বৈরুতের দক্ষিণ শহরগুলোতে একাধিক হামলা চালায় ইসরায়েল। বিশেষ করে দক্ষিণ সিডনের কাছে আইন আল-দেলবেতে একটি হামলায় দুটি আবাসিক সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, সেখানেই ৩২ জন নিহত হয়েছে।
যদিও ইসরায়েল জানিয়েছে যে, তাদের বাহিনী কয়েক ডজন হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
লেবাননের স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে যে, সোমবার দিবাগত রাতে রাজধানী বৈরুতের কেন্দ্রস্থল কোলা ব্রিজ এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি। গত বছর সংঘাত শুরু হওয়ার পর থেকে বৈরুতের শহর সীমানার মধ্যে এই বোমা হামলা ইসরায়েলের প্রথম আক্রমণ এবং এটিকে যুদ্ধ বৃদ্ধির ধাপ হিসাবে দেখা হচ্ছে।
এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী রোববারের হামলায় হিজবুল্লাহর সিনিয়র রাজনৈতিক কর্মকর্তা শেখ নাবিল কাউকও নিহত হয়েছেন।
লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জামাদিসহ সৈন্যের সংখ্যা বাড়িয়ে চলেছে ইসরায়েল। এতে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের শঙ্কা বেড়েছে।
অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতির বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার ফলে মধ্যপ্রাচ্যের এ লড়াই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে শংকা বিশ্লেষকদের। এছাড়া আঞ্চলিক এ সংঘাতে ইরান ও যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ভয়েস/আআ