বুধবার, ০৯ Jul ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
শহর গ্রামে বেড়েছে চোরের উপদ্রব মহেশখালীর সব্বির আহমেদ, আব্দুল জলিল ও মৌলানা ইলিয়াসের মৃত্যুতে ডক্টর হামিদুর রহমান আযাদের শোক হোয়াইট হাউসের ধন্যবাদ পেল পাকিস্তানের সেনাপ্রধান ‘ভালো’ বলা পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণে না নেয়ার ইঙ্গিত সিইসির এসএসসির ফল প্রকাশ ১০ জুলাই দুপুর ২টায় প্রধান উপদেষ্টা ও তাসনিম জারাকে নিয়ে কটুক্তিকারী মেকানিক রেজাউল বরখাস্ত হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু কক্সবাজারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত টানা বৃষ্টিতে কক্সবাজারে অর্ধশতাধিক গ্রামে জলাবদ্ধতা: দুর্ভোগে লক্ষাধিক মানুষ সময় থাকতে যত্ন নিন দাঁতের

শহর গ্রামে বেড়েছে চোরের উপদ্রব

এম এ সাত্তার:

কক্সবাজার শহর, গ্রামগঞ্জে আশংকা জনক হারে বেড়েছে চোরের উপদ্রব। গত কয়েকমাসে প্রায় ডজনের বেশি চুরির ঘটনা ঘটেছে। এছাড়া দরজা জানালা ভেঙে চুরির চেষ্টা চালোনো হয়েছে অসংখ্য বাসাবাড়িতে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা রয়েছেন উৎকণ্ঠায়।

৫ জুলাই (শনিবার) রাত ৩টার দিকে সদর উপজেলা পিএমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছনখোলা গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা আব্বাস উদ্দিনের টমটম গাড়ির ব্যাটারি চুরি হয়। সেই রাতে একই এলাকার জাকের আলমের সেচমটর (পানির পাম্প) চুরি হয়েছে। এভাবে প্রতিদিন বাসাবাড়িতে হানা দিয়ে মানুষের মুল্যবান মালামাল চুরি করছে চোরের দল। গত ১৯ জুন সাংবাদিক এম এ সাত্তারের সেচমটর (পানির পাম্প) ও নলকূপ চুরি হয়েছে। সেদিন রাতে আরো কয়েকটি বাড়িতে হানা দিয়েছে চোরের দল। কোরবানির ঈদে বাপের বাড়িতে বেড়াতে গিয়ে দৈনিক কক্সবাজার বার্তার কম্পিউটার অপারেটর মোঃ হাসেমের ভাড়া বাসার তালা ভেঙে স্বর্নালংকার, নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোর। এ চুরিতে প্রায় দুই লক্ষ টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে জানান ভুক্তভোগী হাসেম।

খোঁজ নিয়ে আরো জানা যায়, পিএমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছনখোলা পশ্চিমপাড়ার মৃত্যু নুরুচ সোবহানের পুত্র বেলাল উদ্দিনের বাড়ির উঠানে পার্কিংয়ে রাখা সিএনজি গাড়ি চুরি হয়। চুরির ঘটনায় কক্সবাজার সদর থানায় অভিযোগ (৩০/১১/২০২৪) করলেও চোর সনাক্ত ও গাড়ি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। গত ১৯ জানুয়ারি রাতে স্থানীয় একই এলাকার সাবেক মেম্বার মৃত্যু জাফর আলমের পুত্র মোস্তাক আহমদের পোল্ট্রি ফার্মে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ফার্ম ঘরের একপাশের কোণা ছিঁড়ে ঢুকে নগদ টাকা, ওয়াইট মিটিং,পানির পাম্প সহ অন্যান্য মালামাল নিয়ে গেছে চোরের দল।

গ্রামগঞ্জে এমনভাবে চোরের উপদ্রব বেড়েছে তাদের কাছ থেকে দাতব্য প্রতিষ্ঠান (কমিটি ক্লিনিক) পর্যন্ত বাদ পড়ছেনা। ছনখোলা পুর্বপাড়া হাজী আবুল হোসেন কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধনের আগেই অন্তত পক্ষে দেড়-দুই লাখ টাকার মুল্যবান মালামাল চুরি হয়েছে।

এব্যাপারে ভুক্তভোগী মোস্তাক আহমদ বলেন, চুরির পরদিন সকালে ফার্মে মুরগির বাচ্চা আসার কথা জানিয়ে ফর্মঘর রেডি রাখতে নির্দেশ দিয়েছিল ডিলার। তাই ফার্মের জরুরি কাজ শেষ করে রাতে বাড়িতে (ফার্মের পার্শ্ববর্তী) ঘুমাতে গেছি। ভোররাতে অজ্ঞাত মানুষের শোরগোল শুনতে পেয়ে ফার্মের নিকটবর্তী গিয়ে দেখি ৭/৮ জনলোকে পালিয়ে যেতে। এসময় আমি একজনকে চিহ্নিত করি। দ্রুত ফার্মের দরজা খুলে দেখি ঘরের কোণা ছিঁড়ে চোর ঢুকে নগদ টাকা, পানির পাম্প, বৈদ্যুতিক পরিমাপ যন্ত্র, বাল্বসহ মুল্যেবান জিনিসপত্র নাই। এঘটনা সম্পর্কে থানা পুলিশকে অবহিত করি। থানায় এজাহার দায়ের করি। এজাহারের ভিক্তিতে তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল দুইবার তদন্ত করলেও মামলা রেকর্ড করেনি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রশাসনের নজরদারি না থাকায় দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে পেশাদার চোর চক্র। এই কয়েকমাসে প্রায় দুইডজনের বেশি চুরি সংঘটিত হয়েছে। এনিয়ে মানুষের ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা চোরের উপযুক্ত শাস্তির দাবি করেন।

স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, চোর সনাক্ত করতে চেষ্টা করছি। সম্প্রতি চুরির ঘটনা নিয়ে সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করি। অন্যএকটি চুরির ঘটনাস্থলে রেখে ঔযাওয়া সেন্ডের সূত্র ধরে রমজান আলী নামের একচোরকে সনাক্ত করি। চুরির ঘটনা জানাজানি হলে চোর রমজান এলাকা ছেড়ে পালিয়ে।

এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন বলেন, চুরির ঘটনায় অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করে না। তবে চুরি রোধে পুলিশের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। পুলিশের ঢহল অব্যাহত থাকবে, তা আরও বাড়ানো হবে। অন্যদিকে চুরির ঘটনাগুলা তদন্ত করা হবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION