শনিবার, ২৬ Jul ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে শুরু সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

ভয়েস প্রতিবেদক:

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে সোমবার (২১ জুলাই) সকাল থেকে এ আয়োজন শুরু হয়।

দিনের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পরিবেশবান্ধব নানা স্লোগান আর ব্যানারে মুখর ছিল পুরো শহর।

র‍্যালি শেষে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন:

“পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। পরিবেশ সংকটে সবাইকে পরিবেশ যোদ্ধা হয়ে এগিয়ে আসতে হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী, উত্তর বন বিভাগের কর্মকর্তা মারুফ হোসেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং নার্সারি মালিক সমিতির সভাপতি সাইফুল হক।

আলোচনাশেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

উন্মুক্ত এই বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় ২০টিরও বেশি স্টল বসেছে, যেখানে উন্নত জাতের গাছের চারা, বীজ ও বাগানসংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে। স্থানীয়দের মাঝে মেলায় ব্যাপক সাড়া দেখা গেছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION