রবিবার, ২৭ Jul ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মরহুম ছৈয়দ নূর সওদাগরের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার সদর উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে পিএমখালী ইউনিয়ন জুমছরি আদর্শ দাখিল মাদ্রাসা হল রুমে শনিবার (২৬ জুলাই) বিকেলে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ এর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ ও জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, বিএনপির ক্লান্তিলগ্নে অক্লান্ত পরিশ্রম করে স্থানীয়ভাবে বিএনপিকে একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করেছেন মরহুম ছৈয়দ নূর। আজ আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। অনেক ত্যাগ-তিতিক্ষা জুলুম নির্যাতনের শিকার হয়ে জাতীয়বাদী আদর্শকে সম্মানজনক স্থানে দাঁড় করিয়ে গেছেন ছৈয়দ নূর। তাঁর সেই নীতি আদর্শকে আমাদের মনেপ্রাণে ধারণ করতে হবে। শোককে শক্তিতে রুপান্তরিত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
পিএমখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদিকা এডভোকেট শামীম আরা স্বপ্না,
পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, পৌর পিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, মরহুমের পুত্র কামাল হোসেন, ভারুয়াখালী বিএনপির সভাপতি শফিকুর রহমান সিকদার (সাবেক চেয়ারম্যান), পিএমখালী বিএনপির সভাপতি হারুনুর রশিদ, পিএমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ, নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আলম কোম্পানি, ঈদগাহ বিএনপির সভাপতি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পিএমখালী যুবদলের আহ্বায়ক ও ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম সোহাগ, বিএনপি নেতা এহেছান, পিএমখালী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাছন আলী, মরহুমের ভাতিজা আজিজুল হক, সদর যুবদলের সাবেক সভাপতি ফরিদ উল্লাহ (সাবেক মেম্বার) প্রমূখ।
বক্তাগন মরহুম নেতার স্মৃতিচারণ করে বলেন, ছৈয়দ নূর সওদাগর জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের একজন সদস্য ছিলেন না, তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। বিএনপির নিবেদিত প্রাণ মরহুম ছৈয়দ নূর সওদাগরের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। বিএনপির নেতাকর্মীদের সুখে দুঃখে তিনি ছায়ার মতো পাশে ছিলেন। সৎ পরিচ্ছন্ন ও সজ্জন ব্যক্তি হিসাবে কক্সবাজার জেলা জুড়ে পরিচিতি লাভ করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মরহুম ছৈয়দ নূর। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। স্মরণ সভায় জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ভয়েস / জেইউ।