মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারের র‌্যাবের অভিযান: দেশি-বিদেশি অস্ত্র গ্রেনেড মাইন সহ রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত গ্রেফতার পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে সমুদ্রসৈকতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চকরিয়ায় বৃদ্ধ গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা জুলাই মাসের ২৭ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এলো ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র জারি করতে হবে: নাহিদ ইসলাম নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশ বিএনপি নেতা ছৈয়দ নুর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কক্সবাজার প্রেসক্লাবে দোয়া মাহফিল ও স্মরণ সভা গভীর নিম্নচাপ উপকূলে ভারী বৃষ্টি :জলোচ্ছ্বাসের শংকা

চকরিয়ায় বৃদ্ধ গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় বসতঘরে ঢুকে আবদুর রহিম (৬০) নামের এক বৃদ্ধ গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালীতে আবদুল্লাহর দোকানের পাশের এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আবদুর রহিম কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাঝেরডেইল এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে ছাইরাখালী এলাকায় বসবাস করছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রহিমের সঙ্গে বাড়িতে ছিল তার মেয়ের নাতি আদিবুর রহমান তুহিন। সকালের দিকে তারা একসঙ্গে খাবার খায়। পরে তুহিন স্থানীয় নুরানি মাদ্রাসায় গেলে বৃদ্ধ রহিম একা ছিলেন। বিকেলে মাদ্রাসা থেকে ফিরে সে নানাকে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে ঘরের একটি কক্ষের সামনে মেঝেতে রক্তাক্ত অবস্থায় নানার মরদেহ দেখতে পায়। পরে সে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ দেখতে পান এবং নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম ও মেয়েকে খবর দেন।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম ও চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ পুলিশ দলসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাত সাড়ে ৯টার দিকে লাশ থানায় আনা হয়।

নিহতের কন্যা শামীমা আক্তার রিনা বলেন, ‘‘ঘটনার সময় আমি ও আমার মা মাতারবাড়িতে ছোট ভাই অসুস্থ থাকায় তাকে দেখতে গিয়েছিলাম। আমাদের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা বাবা’কে কুপিয়ে হত্যা করে। আলমারিতে গরু কেনার জন্য রাখা ২ লাখ ৫০ হাজার টাকাও খোয়া গেছে।’’

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION